স্টাফ রিপোর্টার
নড়াইলে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোভিড-১৯ জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোভিড-১৯ জেলা কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাসুদ রানা, নড়াইল পৌরসভার নব নির্বাচিত মেয়র আনজুমান আরা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক শাকিয়া হায়দার, সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু, ডা. শফিক তমাল, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, মাশরাফির বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু প্রমুখ।
সভায় জানানো হয়, প্রথম ধাপে জেলায় ১৮ বছর বয়সের উর্ধ্বে ২৪ হাজার মানুষকে এ ভ্যাকসিন দেওয়া হবে। আগামি ৭ ফেব্রুয়ারী সকালে নড়াইল সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া উপজেলা হাসপাতালে একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ১৪দিনে এ টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে জেলার তিন উপজেলায় ১৬টি টিমে ৯৬জন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং ভলেন্টিয়ার কাজ করবে। টিকাদানের ক্ষেত্রে প্রথমাবস্থায় মুক্তিযোদ্ধা, চিকিৎসক,স্বাস্থ্য কর্মী, আইন শৃংখলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ ১৫টি গ্রুপকে প্রাধান্য দেওয়া হবে। টিকা নিতে আগ্রহীদের অনলাইনে সুরক্ষা অ্যাপস-এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। প্রথম ধাপের পর সবার জন্য এ টিকাদান উন্মুক্ত করা হবে। বক্তরা এ টিকাদান কর্মসূচি সফল করতে নড়াইলবাসীর সহযোগিতা কামনা করেন এবং কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।