স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল-মাসুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী খোন্দকার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আকরাম হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ হাদিউজ্জামান, বিচারক, (যুগ্ম জেলা ও দায়রা জজ) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সেলিনা আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) পশুপতি বিশ্বাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলম, সহকারী জজ মোঃ আফজাল হোসেন সহ নড়াইল বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ নড়াইল আধুনিক সদর হাসপাতল হতে কোভিড-১৯ এর টিকা নিয়েছেন।
টিকা গ্রহণের পরে সবাই স্বাভাবিক আছেন এবং এখন পর্যন্ত তাদের কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। জেলা ও দায়রা জজ টিকা প্রদান সহ নড়াইল আধুনিক সদর হাসপাতালে টিকা প্রদানের সার্বিক কার্যক্রম সুশৃঙ্খল মর্মে সন্তোষ প্রকাশ করেন এবং সারাদেশে টিকা প্রদানের এই সার্বিক কার্যক্রমের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।