স্টাফ রিপোর্টার
মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে নড়াইলের বেসরকারী মাদ্রাসা ও স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা অফিস ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে রাত ১০টায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন প্রমুখ।
বক্তব্যকালে জেলা প্রশাসক বলেন, ‘শারীরিক সুস্থ্যতা ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে মাদক, ইন্টারনেটের খারাপ দিক থেকে আমাদের তরুন সমাজকে রক্ষা করতে তাদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। এ জন্য জেলা ক্রীড়া অফিস, জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি সচেতনমহলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।