স্টাফ রিপোর্টার
নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ পালিত হয়েছে। “নির্ভরযোগ্য পরিসংখ্যান,টেকসই উন্নয়নের উপাদান” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ শনিবার জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী ও দিবসের তাৎপর্যের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী শুরু হয়ে আদালত সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে নেজারত ডেপুটি কালেক্টটর মোঃ জাহিদ হাসান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পরিসংখ্যান সহকারি জনি সরকার, তদন্তকারী কর্মকর্তা তপন কুমার বিশ্বসা, মোঃ শামীম হোসেন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।