স্টাফ রিপোর্টার
“মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় বীমা দিবস-২০২১ পালিত হয়েছে। সোমবার (১মার্চ) সকাল ১০টায় বিভিন্ন বীমা কোম্পানীর উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধাান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড নড়াইলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইনচার্জ) মোঃ আবিদুর রহমান বাবু, জীবন বীমা কর্পোরেশনের মোঃ বাদশা মিয়া, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স লিঃ এর ইনচার্জ শেখ সালাউদ্দিন, পপুলার জনপ্রিয় বীমার মোঃ আলম মোল্যা, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের শামীম আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে মেয়াদ মেয়াদোত্তীর্ণ চেক বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।