স্টাফ রিপোর্টার
“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, নড়াইলের আয়োজনে ট্রাক-শোর উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ট্রাক-শোর উদ্বোধন করেন জেলা প্রশাসক।
নেজারত ডেপুটি কালেক্টও ও জেলা অধিকার ভোক্তা সংরক্ষন কমিটির সদস্য সচিবের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায় ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফকরুল হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইলের কর্মকর্তা কাজী হাফিজুর রহমান, সরকারি কর্মকর্তা, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কর্মকর্তা, ব্যবসায়ি, ভোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।