নড়াইলে নারী মা/দক কা/রবারীর যাব/জ্জীবন কা/রাদ/ণ্ড

3
27
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলে শেফালী বেগম নামে এক নারী মা/দক কারবারীকে যাব/জ্জীবন (আমৃ/ত্যু) সশ্রম কা/রাদ/ণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কা/রাদ/ণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ মার্চ) সকালে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সি মোঃ মশিয়ার রহমান এ দ/ণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৬ জুলাই ডিবি পুলিশ নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার চাঁচড়া এলাকায় একটি বাস থেকে ৩২বোতল ভারতীয় নিষি/দ্ধ ফে/ন্সিডিলসহ শেফালী বেগমকে আ/টক করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা বিভাগের এস আই শাহাবুর রহমান বাদি হয়ে মাদ/কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মা/মলা দা/য়ের করেন। মামলার বিচার কার্য চলমান থাকার এক পর্যায়ে আসামী শেফালী জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানিত হওয়ায় তার অনুপস্থিতিতেই আদালত এ দণ্ডাদেশ দেন। শেফালী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জাবুসাপাড়া গ্রামের মৃ/ত তক্কেল ফকিরের মেয়ে।