নড়াইলে ঝড়ে কাঁচা ঘর, গাছপালা ও বোরো ধানের ক্ষতি

4
14
নড়াইলে অগ্নিকান্ডে

শামীমূল ইসলাম

নড়াইলে মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড়ে কয়েক’শ কাঁচা ঘর, ফলজ ও বনজ গাছ উপ/ড়ে গেছে এবং এবং ঢালপালা ভেঙ্গে গেছে। এ সময় ৫-৬জন সামান্য আহত হয়েছেন। ঝড়ে পাকা ও আধা পাকা বোরো ধান ও আমের ক্ষ/তি হয়েছে। জানা গেছে, রোববার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে হটাৎ করে জেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঝড়ো ও দমকা হাওয়ায় জেলার তিন উপজেলায় ৯০ হেক্টর জমির বোরো ধান আক্রান্ত হয়েছে; পরে ক্ষ/য়ক্ষ/তি নিরুপণ করা হবে। তবে গাছপালার ক্ষ/য়ক্ষ/তির ব্যাপারে নড়াইল বন বিভাগ কোনো বক্তব্য পাওয়া যায়নি।