স্টাফ রিপোর্টার
নড়াইলের পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রাম থেকে ছিনতাইকৃত শু/টিংগা/ন উদ্ধার এবং দু’তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
পুলিশ সুপার জানান, জেলার কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মনজুর আলীর ছেলে নজরুল ইসলামকে (৪৮) গু/লিবি/দ্ধের ঘটনায় গো/পন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘটনার সঙ্গে জড়িত যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের নাসিম রেজা (২০) ও তার সহযোগী একই গ্রামের সুমান্ত বিশ্বাসকে (১৫) তাদের নিজ এলাকা থেকে গ্রে/ফতার করা হয়েছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল পার্শ্ববর্তী কালিয়ার চাঁচুড়ি এলাকার একটি বাঁশবাগান থেকে ছি/নতাইকৃ/ত শু/টিংগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কালিয়া থানায় মা/মলা হয়েছে।
প্রসঙ্গত, শু/টিংক্লা/বের সদস্য নজরুল তার ব্যক্তিগত শুটিংগান বিক্রির জন্য চেষ্টা করছিলেন। এরই সূত্র ধরে গত সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঘটনার মূলহোতা নাসিম ও তার সহযোগী সুমান্ত ভাড়া চালিত মোটরসাইকেলে নজরুলের বাড়ির সামনে আসেন। দরদামের একপর্যায়ে নাসিম রেজা ভূ/ক্তভো/গী নজরুলকে ওই শুটিংগান দিয়ে বাম চো/য়ালে গু/লি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে, গু/লিবি/দ্ধ নজরুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।