স্টাফ রিপোর্টার
নড়াইল আধুনিক সদর হাসপাতালের ৭০ লাখ টাকা আ/ত্মসাতের সাথে জ/ড়িতদের সঠিক ত/দন্ত ও দৃষ্টান্তমূলক শা/স্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় আধুনিক সদর হাসপাতাল চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে ঘটনার সুষ্ঠ ত/দন্ত এবং এ ঘটনার সাথে জ/ড়িতদের শা/স্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ অনেকে। মানববন্ধনে জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নড়াইল সদর হাসপাতালে হিসাবরক্ষক হিসেবে ২০১৯ সালের ১৮ জুলাই যোগদান করেন জাহান আরা খানম লাকি। হাসপাতালের রো/গি ভর্তি ফি, অপারেশান থিয়েটার, বহিঃ ও জরু/রি বিভাগে চিকিৎসা ফি, এক্সরে, প্যা/থলজি, আ/লট্রাসনো ও ব্লা/ড ব্যাংক, কোভিড-১৯ নমু/না সংগ্রহ ফি, অ্যা/ম্বুলেন্স, ইসিজি, কেবিন ও পে/ইন বেড ফিসহ বিভিন্ন খাত থেকে যে আয় হয় তা প্রতি মাসে একবার করে সোনালী ব্যাংক প্রধান শাখায় জমা দিতে হয় এবং সে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। কিন্তু বর্তমান হিসাবরক্ষক হাসপাতালে যোগদানের পর কোনো অর্থ জমা দেননি বলে অভিযোগ উঠেছে।