স্টাফ রিপোর্টার
নড়াইলে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সপ্তাহব্যাপি সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। আজ বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় পুলিশের চেকিং চলছে এবং পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নেতৃত্বে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। সকল প্রকার গণপরিবহন চলাচল ও দোকান-পাট বন্ধ রয়েছে। তবে স্বল্প পরিসরে কিছু ইজি ভ্যান চলছে।
লকডাউনের নীতিমালা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে ওষুদের দোকান, মুদিখানা ও হোটেল-রেস্তোরা খোলা থাকলেও ক্রেতাদের তেমন দেখা যাচ্ছে না । কাঁচাবাজার বসানো হয়েছে উন্মুক্ত স্থানে। স্বাস্থ্য বিধি এবং লক ডাউনের নির্দেশনা অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালত ৯ জনের নিকট থেকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউকে তেমন বাইরে বের হচ্ছে না ।