নড়াইলের লোহাগড়া থানায় ১৩৫ আসা/মির আ/ত্মসম/র্পণ

75
25
সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া থানায় এক সঙ্গে ১৩৫ জন আসা/মি আ/ত্মসম/র্পণ করেছে। রবিবার দুপুরে দুটি গ্রামের ছয়টি মা/মলার আসা/মিরা থানায় আ/ত্মসমর্পণ করে। এর মধ্যে ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের পাঁচটি মা/মলা ও লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের একটি মা/মলার আসা/মি রয়েছে।

চলতি এপ্রিল মাসে ওই দুই গ্রামে আ/ধিপত্য বিস্তার নিয়ে এসব মা/মলা হয়। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ প্রশাসনের চেষ্টায় এসব আসা/মিদেরকে থানায় এনে ওইসব মাম/লায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।