স্টাফ রিপোর্টার
ভারত থেকে আগত বাংলাদেশিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করণের লক্ষ্যে নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ১০০ জন ভারত থেকে আগত বাংলাদেশিরা এখানে এসেছে।
শনিবার (১ মে) জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সা/র্জন ডাঃ নাছিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাসক (রাজস্ব) মোঃ ফকরুল হাসান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম নড়াইল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পরিদর্শণ করেন এবং ভারত থেকে আগত বাংলাদেশি যাত্রীদের খোঁজ খবর নেন।