স্টাফ রিপোর্টার
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি ও হে/নস্থাকারিদের বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, গুলশান আরা, কাজী হাফিজুর রহমান, মারুফ সামদানি, কার্তিক দাস, মলয় নন্দী,সাইফুল ইসলাম তুহিন, শিমুল হাসান প্রমুখ। এর আগে নড়াইল চৌরাস্তা এলাকায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে আরও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে নড়াইলের সাংবাদিকরা কলম বিরতি পালন করবেন এবং প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরন করতে প্রস্তুত রয়েছেন। তারা আরও বলেন, দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি ন/ষ্ট করার জন্য কিছু দুর্নীতিগ্রস্থ সরকারি আমলা এইসব কাজ করছে, তাদের অচিরেই চিহিৃত করে শা/স্তির আওতায় আনতে না পারলে সরকারের বিভিন্ন অর্জন ও ভাবমূর্তি ক্ষু/ন্ন হবে।