স্টাফ রিপোর্টার
সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যকালে তিনি স্ত্রী ও ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ র/ক্তচা/পজনিত সমস্যায় ভু/গছিলেন। তিনি প্রায় এক সপ্তাহ খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবন/তি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২০মে) ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান। শুক্রবার (২১মে) বিকেলে মরহুমের জানা/জা প্রয়াত এই নেতার গ্রামের বাড়ি শহরতলি নাকসি-মাদ্রাসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও সাধারন মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক গো/রস্থানে দা/ফন করা হয়।
তার মৃত্যুতে কেন্দ্রীয় ও জেলা বিএনপি, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গভীর শো/ক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানা যায়, আব্দুল কাদের সিকদার সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যান এবং নড়াইল-২ আসনের এমপি নির্বাচিত হন। ব্যক্তি ও রাজনৈতিক জীবনে তিনি সদালাপি, স্পষ্টভাষী ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। নড়াইলে বিএনপির দুঃসময়ে তিনি দলের হাল ধরেন।