স্টাফ রিপোর্টার
নড়াইলে পূনরায় লক ডাউনের প্রথম দিন কঠোর ভাবে পালিত হয়েছে। সকাল থেকে কোন ধরনের গন পরিবহন চলাচল করে নাই। তবে কিছু ভ্যানগাড়ী চলাচল করতে দেখা গেলেও আইন শৃংখলা বাহিনী তাতে বাধা প্রদান করছে। শহরের প্রধান প্রধাণ মার্কেটের দোকানগুলি বন্ধ রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় আরো ৩৮ জন আক্রান্ত ও ২ জনের মৃ/ত্যু হয়েছে। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার সংক্র/মণ বেড়ে যাওয়ায় ২০ জুন রাত ১২টা থেকে আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনকালীণ সময়ে ৮টি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এ সময় প্রতিদিন সকাল ৭ টা থেকে বেলা ১২ পযর্ন্ত কাচাঁ বাজার খোলা থাকবে, মুদি দোকান,হোটেল রেস্তোরাসহ সবকিছু বন্ধ থাকবে।তবে জরুরী সেবা লকডাউনের আওতার বাইরে থাকবে।
জেলা সিভিল সা/র্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮ জন আক্রান্ত ও ২ জনের মৃত্যু হয়েছে ,জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৩ শত ৬ জনের করোনা পজেটিভ হয়েছে।