নড়াইলের কালিয়ায় গৃহব/ধুকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণের ঘটনায় ৪জনের স্বীকারোক্তিমূলক জবানব/ন্দি

1
13

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় গৃহব/ধুকে সংঘব/দ্ধ ধ/র্ষ/ণের ঘটনায় গ্রে/ফতার হওয়া ৪জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানব/ন্দি দিয়েছে। মঙ্গলবার (২২জুন) সন্ধ্যায় কালিয়া আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিনের আদালতে তারা ধ/র্ষ/ণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবা/নব/ন্দি দেয়। পরে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া ৪জনের আদালতে স্বীকারোক্তির কথা স্বীকার করেছেন।

মা/মলার বিবরণে জানা গেছে, কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউস গ্রামের আতাউর রহমানের সাথে ১০ বছর আগে ওই গৃহব/ধুর বিয়ে হয়। তাদের ঘরে ৩টি সন্তানও রয়েছে। সম্প্রতি স্বামীর সাথে সম্পর্কের অব/নতি হওয়ায় স্ত্রীকে নানা ভাবে নি/র্যা/তন করে আসছিল। এরই মধ্যে রোববার রাত ২টার দিকে ওই গ্রামের রিয়াজ শেখের নেতৃত্বে মিল্লাত হোসেন, দীন মহম্মাদ কালু ও তালহা জোবায়ের আশিক জো/রপূর্বক ঘরে প্রবেশ করে ছোট ৩ সন্তানকে বের করে দরজা আটকে গৃহব/ধুকে পা/লাক্রমে ধ/র্ষ/ণ করে। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিল না। শ্বশুর-শ্বাশুড়ি বাড়িতে থাকলেও তাদের ভূমিকা ছিল রহস্যজনক। ঘটনার পরদিন সোমবার ধ/র্ষিতা বাদি হয়ে এ ঘটনায় স্বামী আতাউরের সম্পৃক্ততার অভিযোগ এনে মোট ৫ জনের বিরু/দ্ধে কালিয়া থানায় একটি মা/মলা দায়ের করেন। পরে কালিয়া থানা পুলিশ ওই রাতেই ৪ ধ/র্ষককে গ্রেপ্তার করে এবং স্বামী আতাউর সেনাসদস্য হওয়ায় তাকে সেনাসিবাসে হস্তান্তর করে।