স্টাফ রিপোর্টার
করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে এলো শাহ্জালাল ইসলামী ব্যাংক। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে জেলার ১ হাজার মানুষকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে। সোমবার (১৯জুলাই) দুপুরে নড়াইল এক্সপ্রেস হেল্থ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা হস্তান্তর করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এই অনুষ্ঠানে জেলার ৩৮টি সেচ্ছাসেবী সংগঠনকে ২৯শ মাস্ক বিতরণ বিতরণ করেন।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের যশোর শাখার ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার মোঃ সাইদুর রহমান, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম, এম.এম কামরুল আলম, কাজী হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে গড়ে ওঠা সেচ্ছাসেবী প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেন গত বছর থেকে নড়াইলে করোনায় কাজ হারানো মানুষকে খাদ্য সহায়তা দিতে কাজ কওে যাচ্ছে। এছাড়া ফাউন্ডেশন করেনা প্রতিরোধে স্বাস্থ্য ও অক্সিজেন সেবা, করোনা সুরক্ষা সামগ্রি বিতরণসহ বিভিন্ন ধরনের মানবিক কাজ অব্যাহত রেখেছে।