নড়াইলে ৬৯ জন গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

4
3
নড়াইলে ৬৯ জন গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
নড়াইলে ৬৯ জন গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ নড়াইলের ৬৯ জন গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সোমবার (২৬ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে র্ভাচুয়াল মাধ্যমে চেক প্রদান কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ খাজা মিয়া। র্ভাচুয়াল মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টেও ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। এছাড়া উপস্থিত অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি জনাব এনামুল কবির টুক, সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, কাজী হাফিজুর রহমান, খায়রুল আলম এবং কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু।

উল্লেখ্য, গত বছর করোনাকালীন (প্রথম পর্যায়) ক্ষতিগ্রস্থ ৩১জন সাংবাদিককে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এখনও জেলার যেসব যেসব গণমাধ্যমকর্মী এ সহায়তা পাননি তারা খুব শীঘ্রই এ সহায়তার আওতায় আসবেন বলে জানান।