স্টাফ রিপোর্টার
করোনা প্রতিরোধে এফবিসিসিআই-এর পক্ষ থেকে নড়াইল সদর হাসপাতালে ২টা হাইফ্লো নজেল ক্যানোলা, ২টা অক্সিজেন কনসেনটেটর, ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ পিপিই প্রদান করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নড়াইল সদর হাসপাতালের সম্মেলন কক্ষে নড়াইল চেম্বার অব কমার্সের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আসাদুজ্জামান মুন্সীর কাছে এসব চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, সদর হাসপাতালের আরএমও ডাঃ মশিউর রহমান বাবু, নড়াইল চেম্বার অব কমার্সের এর পরিচালক ও জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, নড়াইল-২ আসনের এমপি মাশরাফির বাবা স্বেচ্ছাসেবী সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা মোর্ত্তজা স্বপন, নড়াইল রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইসলাম হোসেন লিটন প্রমুখ।