ডেস্ক রিপোর্ট
করোনাকালে থাইল্যান্ডে আ/টকে পড়া বাংলাদেশিসহ ৬৮ জনকে দেশে ফেরত আনা হয়েছে। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারা। রোববার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার (৩১ জুলাই) ভোর ৫টায় মোট ৬৮ জনসহ ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারা সবাই নিজ খরচে ফিরেছেন।
যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও কয়েকজন ভারতীয় ও থাইল্যান্ডের নাগরিকও ছিলেন। ভারত ও থাইল্যান্ডের নাগরিক যারা এ ফ্লাইটে ঢাকায় এসেছেন, তারা নিজ নিজ দেশের দূতাবাস অথবা বাংলাদেশে কোনো প্রকল্পে কর্মরত।
উল্লেখ্য, গত বছর করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।