স্টাফ রিপোর্টার
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বুধবার রাতে করোনাকালীণ সময়ে কর্মহীন হয়ে পড়া ৬০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। নড়াইল আদালত সড়কের আইনজীবি সমিতি ভবন চত্বরে দাড়িয়ে তিনি এই খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় সদর থানার ওসি শওকত কবীর,পুলিশ পরিদর্শক (অপারেশন) শিমুল কুমার দাশ,কোর্ট পুলিশ পরিদর্শক অজিত কুমার মিত্রসহ প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার করোনাকালীণ লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের কথা চিন্তা করে আসুন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করি তাঁদের পাশে দাড়ানোর। আমাদেরই চোখের সামনে একটি মানুষ তাঁর পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিনযাপন করবেন সৃষ্টিকর্তাও সেটা সহ্য করবেন না। তিনি বলেন,এই মাহামারিকালে আমরা সকলে সচেতন হই। ঘরে থাকি,বিনা প্রয়োজনে বাইরে না যাই। বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়ি। অপরকে এ বিষয়ে সচেতন করি।