স্টাফ রিপোর্টার
নড়াইলে বাস চালক লিয়াকত সিকদার (৫২) হ/ত্যায় আউড়িয়া ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড আ’লীগ সভাপতি পলাশ মোল্যাকে প্রধান আসা/মি করে মা/মলা হয়েছে। রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নিহতে/র স্ত্রী জ্ঞাত ১৭জন এবং ৩-৪জন অজ্ঞা/ত আসা/মির বিরুদ্ধে সদর থানায় এ হ/ত্যা মামলা করেন। মামলার বাদি নিহ/তের স্ত্রী আসমা খাতুন জানান, স্থানীয় আধিপ/ত্য বিস্তার ও পূর্ব শ/ত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনায় জ/ড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদ/ন্ত দাবি করেন।
জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের পার্শ্বে নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় লিয়াকতের ম/রদে/হ উদ্ধার করে পুলিশ। তবে লা/শ যেখানে পড়ে ছিল সেখানে কোনো র/ক্তের চি/হৃ ছিলনা। অন্য কোথাও হ/ত্যা করে ওই স্থানে লাশ ফেলে রাখা হয়। ঘটনার ১ ঘন্টা আগে লিয়াকত বাড়ি থেকে ১ মাইল দূরে নাকসি বাজারে স্থানীয় ১০-১২ জনকে সাথে নিয়ে চা খাচ্ছিলেন। লিয়াকত সীমাখালী ফেরী ঘাট এলাকার সোহরাব সিকদারের পূত্র।
নড়াইল সদর থানার ওসি শওকত কবির জানান, হ/ত্যাকান্ডের ঘটনায় নিহ/তের স্ত্রী বাদি হয়ে মামলা করেছেন। আসা/মিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। যে কোনো প্রকার সহিং/সতা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। এ ব্যাপারে আউড়িয়া ইউপি চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পলাশ মোল্যার সাথে কথা বলার জন্য তার দুটি মোবাইলে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।