স্টাফ রিপোর্টার
নড়াইলে চলমান মা/দক বিরো/ধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁ/জা ও ইয়া/বাসহ দুজনকে আটক করেছেন কালিয়া থানা পুলিশ। শুক্রবার (১৭সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল-বারীর নেতৃত্বে পার্থ, মেহেদি, তাওহিদ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়নাল গ্রাম থেকে ১কেজি গাঁ/জা ও ৬৫ পিস ই/য়াবা ট্যা/বলেট সহ দুই জনকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার তেরখাদা থানাধীন তেরখাদা উত্তরপাড়ার জয়নাল মোল্লার ছেলে মাসুম মোল্লা (২০) ও একই গ্রামের হাসেম ফকিরের ছেলে রানা ফকির (২৫)। এ বিষয়ে কালিয়া থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ আল-বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বড়নাল এলাকা হতে গ্রেপ্তার করি এবং এ বিষয়ে মা/দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় এলটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নড়াইল পুলিশ সুপার প্রবির কুমার রায় জানান, মা/দকের বি/রুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান রয়েছে। ইতিপূর্বেও নড়াইল জেলা পুলিশ মা/দক এবং অবৈ/ধ অ/স্ত্র উদ্ধারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।