স্টাফ রিপোর্টার
নড়াইলে পুলিশ কর্তৃক সাংবাদিক হয়/রানির প্রতিবাদে উপজেলা পর্যায়ে ঘোষিত মানববন্ধন কর্মসূচি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের অনুরোধে স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) লোহাগড়া ও রোববার (২৬ সেপ্টেম্বর) কালিয়া উপজেলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু জানান, শুক্রবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে মোবাইল ফোনে কথা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যে, ‘যেহেতু আমার মাধ্যমে আপনারা স্মারকলিপি দিয়েছেন, সেহেতু আমি দায়িত্ব নিয়ে ওই স্মারকলিপি প্রেরণ করব’। তিনি লোহাগড়া ও কালিয়া উপজেলা পর্যায়ের মানববন্ধন কর্মসূচি স্থগিত করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, এটার একটা ফিডব্যাকও আপনারা পাবেন। সেকারণে জেলা প্রশাসকের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, নড়াইলে পুলিশ কর্তৃক সাংবাদিক হয়রানির প্রতিবাদে সাংবাদিক সমাজ, নড়াইলের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল ১১টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন থেকে শনিবার লোহাগড়া এবং রবিবার কালিয়া উপজেলায় মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টম্বর) দুপুরে জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে তিনি এ স্মারকলিপি গ্রহণ করেন।