লোহাগড়ার ইতনায় বঙ্গবন্ধু’র ম্যুরাল নির্মাণের উদ্বোধন

0
5
লোহাগড়ার ইতনায় বঙ্গবন্ধু’র ম্যুরাল নির্মাণের উদ্বোধন
লোহাগড়ার ইতনায় বঙ্গবন্ধু’র ম্যুরাল নির্মাণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের ভিক্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে ইতনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা এর উদ্বোধন করেন।

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি উজ্বল কুমার গাঙ্গুলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আকবর হোসেন, বীর মক্তিযোদ্ধা মিনা রাজীব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বিশ্বাস, অধ্যাপক খান আমিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, শিক্ষক আতাউর রহমান ফিরোজ, নায়ার সুলতানা শিউলি, প্রকাশ কুমার বিশ্বাস, যুবলীগ নেতা এ্যাডভোকেট আশরাফুর রহমান প্রমুখ। সভাপতি উজ্বল কুমার গাঙ্গুলীর নিজেস্ব অর্থায়নে প্রায় ছয় লক্ষ টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মান করা হচ্ছে বলে প্রতিষ্ঠান প্রধান জানান।

বক্তব্যকালে বীর মুক্তিযোদ্ধারা বলেন, ইতনা মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন ক্যাম্প ছিলো। একাত্তরে লোহাগড়া থানায় রাজাকার ও পুলিশের সাথে যুদ্ধে যশোরের বসুন্দিয়া এলাকার জঙ্গলবাধাল গ্রামের শহীদ মোস্তফা কামাল তাজের কবর রয়েছে এখানে। স্মৃতি জড়িত সেই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন পর হলেও আজ বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করে আরেকটি নতুন স্মৃতির নজির স্থাপন হল। তারা শহীদ তাজের নামে প্রতিষ্ঠানের একটি ভবনের নামকরন ও কবর সুন্দরভাবে বাধাঁয় করার আহবান জানান।