নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

1448
41
নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে আগামী ২রা অক্টোবর “বিশ্ব পযটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, আগামী ২রা অক্টোবর চিত্রা নদীতে বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে দেশের বিভিন্ন জেলার নৌকার অংশগ্রহণে নড়াইল শহরের শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত “বিশ্ব পযটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, এমপি। এ প্রতিযোগীতায় ২ টা টালাই ও কালাই গ্রুপে মোট ১০টি নৌকা অংশ গ্রহণ করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল আলম, এন এস আই নড়াইলের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলায় কর্মরত সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।