স্টাফ রিপোর্টার
নড়াইলে ১৫টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে আয়বর্ধক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মধ্যে মাঝে এসব ভ্যান বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে এসব ভ্যান বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি রওশন আরা কবির লিলির সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিচুর রহমান, সিডিসির নির্বাহী পরিচালক খন্দকার মাসুদ হাসান, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ শরাফউদ্দিন স¤্রাট, নোভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, ১৫টি ভ্যানগাড়ী পেয়ে হতদরিদ্র এসব পরিবারের উপার্জনের একটি নিশ্চয়তা হলো। এভাবে বেসরকারী সংগঠনের পাশাপাশি সমাজের দানশীল ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। এদিকে ভ্যান পেয়ে ভীষণ খুশি নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার ডলি বেগম, রায়খালী গ্রামের প্রতিবন্ধী নূর ইসলাম মোল্যা, পলাইডাঙ্গা গ্রামের কলিম শেখ, ভবানীপুর গ্রামের রিজাউল মোল্যা সহ অন্যান্য হতদরিদ্ররা।