নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনী

1
6
নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনী
নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার

নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপি আর্ট ক্যাম্পের সমাপনি দিনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আর্টক্যাম্পে অংশগ্রহণকারীদের ক্রেস্ট বিতরণ প্রদান করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় সুলতান কমপ্লেক্সের শিশুস্বর্গ ভবনে শিল্পী আঁকা ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। পরে প্রধান অতিথি আর্টক্যাম্পে অংশগ্রহনকারী ৩৬জনকে ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, প্রমুখ। এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে এ আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী জানান, ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও নড়াইলের বিভিন্ন আর্ট কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ৩৬ জন চারুকলার ছাত্র এ আর্টক্যাম্পে অংশগ্রহণ করেছেন। প্রসঙ্গত, বরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট শহরতলি মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন।