স্টাফ রিপোর্টার
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনায়নের লক্ষ্যে নড়াইল বন বিভাগ ২ হাজার গাছের চারা প্রদান করেছে। বুধবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুর রশিদ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাদের কাছে এসব চারা তুলে দেন।
এ সময় ফাউন্ডেশের সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু, ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক কর্মকর্তা কাজী হাফিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা হায়দার আপন, নাজমুস সাকিব এবং বন বিভাগের ফরেস্টার হাসান খান উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপি ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার সৌজন্যে এ চারা প্রদান করা হয়েছে। জানা গেছে, ফাউন্ডেশনের কর্মীরা নিজ খরচে সদর ও লোহাগড়া উপজেলার ২২টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯০টি করে গাছ রোপন করবেন।