পদ্মা সেতু থেকে গ্রেপ্তার হওয়া ভারতীয় যুবকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

2
7
পদ্মা সেতু থেকে গ্রেপ্তার হওয়া ভারতীয় যুবকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর
পদ্মা সেতু থেকে গ্রেপ্তার হওয়া ভারতীয় যুবকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) পদ্মাসেতুর সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে সন্দেহভাজন উপেন্দ্র বিহার নামের একজন ভারতীয় যুবককে আটক করে সেতুর নিরাপত্তায় দ্বায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা। আটকের পর তাকে মুন্সিগঞ্জের লৌহজং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) লৌহজং থানা পুলিশ উপেন্দ্র বিহারের ১০ দিনের রিমান্ড চাইলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব।

মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন বলেন, ভারতের আসাম এলাকার বিন্দাশ্রী বিহারের সন্তান বলে দাবি করেছেন উপেন্দ্র বিহার। পাগলবেশে পদ্মা সেতুর মাওয়া সংরক্ষিত এলাকা কন্সট্রাকশন ইয়ার্ডে প্রবেশের চেষ্টা চালায়। পাসপোর্ট ছাড়া দেশে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে দ্য কন্ট্রোল অব অ্যান্ট্রি অ্যাক্ট আইনে মামলা হয়েছে।’