স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলা সৎস্য অফিস কর্তৃক আয়োজিত ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষন অভিযান ২০২১ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতনা ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আরমান হায়দার।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার দীন ইসলাম, চেয়ারম্যান নাজমুল হাসান টগরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে চেয়ারম্যান টগরের ব্যক্তিগত তহবিল থেকে মৎস্যজীবী ১৫০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।