স্টাফ রিপোর্টার
নড়াইলে “শেখ রাসেল ১৮তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২১” উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় নড়াইলের চিত্রা নদীতে সদরের গোবরা মিত্র কলেজ ঘাট থেকে শহরের বাধাঁঘাট পর্যন্ত ১০ কিঃমিঃ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পরে দুপুরে বাঁধাঘাট চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম শাহীন ইকবাল। সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ প্রতিযোগিতায় দেশের বাছাইকৃত ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সাতারু অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেনে জানানো হয়- আগামীকাল ৭ নভেম্বর রবিবার নড়াইলের চিত্রা নদীতে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেলা ১১ টায় সদরের গোবরা মিত্র কলেজ ঘাট থেকে শুরু হয়ে নড়াইলের বাধাঁঘাটে এসে শেষ হবে। বাঁধাঘাটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় বাংলদেশ সুইমিং ফেডারেশনেন কর্মকর্তাগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।