নড়াইলে গণপ্রকৌশল দিবস ও ৫১ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

4
3
নড়াইলে গণপ্রকৌশল দিবস ও ৫১ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
নড়াইলে গণপ্রকৌশল দিবস ও ৫১ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

“সম্প্রতীর সমৃদ্ধ জাতি গঠনে, আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে কেককাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আইডিইবি জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবির জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। আইডিইবি’র জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কবির হাসান, আইডিইবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক বি,এম রমিচ উর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আইডিইবির জেলা কমিটির কর্মকর্তাগণসহ আইডিইবির সদস্যভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।