ডেস্ক রিপোর্ট
নড়াইল হতে এক অপহৃ/তাকে উদ্ধার ও এক অ/পহর/ণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গত সোমবার (০৮ নভেম্বর) বিকাল আনুমানিক ৩টার সময় অ/পহর/ণকৃত তার স্বামীর বাড়ী দক্ষিণ ডিহি ফুলতলা, খুলনা হতে খুলনা সোনাডাঙ্গা বাজারে ব্যক্তিগত মালামাল কেনাকাটার জন্য গেলে পূর্বে থেকে ওৎপেতে থাকা আসা/মী মোঃ আবুল কালাম আজাদসহ তার সহযোগীরা ভিকটিমকে জো/রপূর্ব/ক অ/পহ/রণ করে ইজিবাইক যোগে অজ্ঞাত স্থানে নিয়া যায়। আসা/মীরা ভিকটিমকে নিয়ে যাওয়ার সময় ভিকটিমের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাটি দেখে। র্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি চৌকশ আভিযানিক দল শুরু থেকেই উক্ত বিষয়টি ছায়া তদন্ত শুরু করে অ/পহৃ/ত ভিকটিমকে উদ্ধার ও অ/পহর/ণকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে র্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি চৌকশ আভিযানিক দল ০৯ নভেম্বর ২০২১ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানা এলাকা হতে অপ/হৃতকে উদ্ধারসহ অপ/হরণকারী মোঃ আবুল কালাম আজাদ (২৭) (পিতা- শহীদুল শেখ, সাং-কাজিরহাট পারমোচন্দপুর, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল) কে গ্রেফতার করে।পরবর্তীতে অপহৃ/ত নিজে বাদী হয়ে অ/পহর/ণকারী মোঃ আবুল কালাম আজাদ (২৭) সহ ০৩ জনকে আসামী করে খুলনা জেলার সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করে। যার মামলা নং- ০৮, তারিখ- ১০/১১/২০২১, ধারা- না/রী ও শি/শু নি/র্যাত/ন দ/মন আইন ২০০০( সংশোধনী ২০০৩) এর ৭/৩০। গ্রেফতারকৃত আসা/মীকে খুলনা জেলার সোনাডাঙ্গায় হস্তান্তর করা হয়।