নড়াইলের কালিয়ায় কুখ্যা/ত সন্ত্রা/সী আটক

4
7
অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ার বহুল আলোচিত ও কুখ্যা/ত স/ন্ত্রাসী রওশান শেখকে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলার মহাজন বাজার থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে কালিয়া থানা পুলিশ আটক করে।

রওশান উপজেলার সালামাবাদ ইউপির ২নং ওয়ার্ডে মেম্বার ও বিলব্যউচ গ্রামের মাহাতাবের ছেলে। তার বিরু/দ্ধে কালিয়া থানায় অ/স্ত্র, ডাকা/তি ও পাসপোর্ট আইনে একাবিধ মাম/লা রয়েছে।কালিয়া থানা পুলিশ তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে।