স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় নড়াইলেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিযয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান,নড়াইল সদর হাসপাতালের তত্বাবাধায়ক ডাঃ মুন্সি আসাদুজ্জামান টনি, সিভিল সা/র্জন ডাঃ নাছিমা আকতারসহ নড়াইলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীগন।
অনুষ্ঠানে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কি কি সুবিধার কথা বলা আছে এবং ক্রেতা যেসব বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। যেমন বিক্রেতার পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, পণ্য মজুত করা, ভেজাল পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, ওজনে ও পরিমাপে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজফিতায় কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অবহেলা এ সকল বিষয়ে ক্রেতা আইনের আশ্রয় নিতে পারবেন।