নড়াইলে দু’দিনব্যাপি ফ্রি ডেন্টাল ক্যাম্পে ১৩শ মানুষের সেবা গ্রহণ

7
5
নড়াইলে দু’দিনব্যাপি ফ্রি ডেন্টাল ক্যাম্পে ১৩শ মানুষের সেবা গ্রহণ
নড়াইলে দু’দিনব্যাপি ফ্রি ডেন্টাল ক্যাম্পে ১৩শ মানুষের সেবা গ্রহণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে দু’দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প ১৩শ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শরীফ আব্দুল হাকিম এবং নড়াইল এক্সপ্রেস হাসপাতাল চত্বরে দ্বিতীয় দিনের ডেন্টাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমূল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম, কর্মকর্তা এম.এম কামরুল আলম, আকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আদেলী এদিব খান, ডা.ইফ্ফাত আরা দিশা এবং ডা. জান্নাতুল ফেরদৌস তিশা।

এক্সপ্রেস ফাউন্ডেশন সূত্র জানায়, সোমবার নড়াইল সদরে সাড়ে ৪ শতাধিক এবং গত রোববার লোহাগড়া উপজেলা অডিটোরিয়ামে ৮শ জন ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন। ঢাকা থেকে আগত ১৪জন ডেন্টিস্ট এ সেবা প্রদান করেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং আকা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং একমি, মেডিপ্লাস ও ম্যাটাডোর এর সহযোগিতায় এ ডেন্টাল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ বছরের বেশী সময় ধরে নড়াইল-২ আসনের এমপি জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক, মাশরাফী বিন মোর্ত্তজার হাতে গড়া ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ জেলার খেলাধুলার মান উন্নয়ন, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে আসছে।