আন্তর্জাতিক ডেস্ক
রবিবার (২৮ নভেম্বর) নাগাদ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পরেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। নেদারল্যান্ডসে ১৩ জন এবং ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় দু’জন করে ৪ জনের শরীরে এই ভাইরাসের আলামত পাওয়া গিয়েছে। এছাড়া গত বুধবারের পর থেকে দক্ষিণ আফ্রিকা (প্রথম), বোটসোয়ানা, বেলজিয়াম, ইসরায়েল, ব্রিটেন, ইটালি, জার্মানি, হংকং দেশগুলোতে এই নতুন প্রকৃতির করোনার উপদ্রব দেখা দিয়েছে।
এদিকে ইসরায়েলের পাশাপাশি অনেক দেশই ওমিক্রনের বিস্তার রুখতে নিজেদের দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওমিক্রন পূর্ববর্তী রূপের তুলনায় সম্ভাব্যভাবে বেশি সংক্রামক, যদিও কোভিডের অন্যান্য স্ট্রেনের তুলনায় এটা ততটা গুরুতর কি না তা এখনো জানা যায় নি।