স্টাফ রিপোর্টার
নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে কন্দলের মা/মলায় এক জনকে কা/রাদ/ণ্ড প্রদান করা হয়েছে। সূত্রে জানা যায়, নড়াইলের লোহাগড়ার হিলালুর রহমান এর দখলীয় জমিতে ঘঁনার দিনে অ/পরাধ/মূলক অনধিকার প্রবেশ করে তাকে ধা/রালো অ/স্ত্র দিয়ে আঘা/ত করার অ/পরাধে আসা/মী জালাল খানকে (পিতা- মৃ/ত আঃ রাজ্জাক খান) পেনাল কোডের পেনাল কোডের ৪৪৭ ধারায় ৩ মাস সশ্রম কারাদ/ন্ড ও ৫০০/- টাকা জরিমানা, পেনাল কোডের ৩২৩ ধারায় ৩ মাস সশ্রম কারাদ/ন্ড ও ১ হাজার টাকা জরিমানা, পেনাল কোডের ৩২৪ ধারায় ২ বছর সশ্রম কারাদ/ন্ড ও ১০০০/- জরিমানা প্রদান করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক আমাতুল মোর্শেদা।
রায় ঘোষণার সময় আসা/মী প/লাতক ছিলেন। মামলার বিবরণে জানা যায়, আসা/মী জালাল খান, হিলালুর রহমান এর দখ/লীয় জমিতে অনধিকার প্রবেশ করে হিলালুরকে ধারা/লো অ/স্ত্র দিয়ে আঘা/ত করেন যা তার বাম হাতের মধ্যমা আ/ঙ্গুলে লেগে উক্ত হা/ত ও আ/ঙ্গুল জ/খমপ্রাপ্ত হয়। তদ/ন্ততকারী কর্মকর্তা ও চিকি ৎসকসহ মোট ০৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৩০/১১/২১ তারিখ এ রায় ঘোষণা করা হয়।