স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পতাকা প্রদক্ষিণ র‍্যালি

4
3
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পতাকা প্রদক্ষিণ র‍্যালি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পতাকা প্রদক্ষিণ র‍্যালি

স্টাফ রিপোর্টার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর আয়োজনে দেশব্যাপী পালিত কর্মসুচির অংশ হিসাবে নড়াইলে পতাকা প্রদক্ষিন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ ডিসেম্বর) সকাল ১০ টায় নড়াইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিস থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ৫০ মিনিট পর একই স্থানে এসে শেষ হয়। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, জেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে পতাকা নেড়ে শহর প্রদক্ষিণ করেন।