৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস নড়াইলে পালিত

1
5
৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস নড়াইলে পালিত
৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস নড়াইলে পালিত

স্টাফ রিপোর্টার

“কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন,প্রতিবন্ধী ব্যাক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধি দিবস-২০২১ পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন , জেলা সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সহায্য কেন্দ্র, নড়াইল এর আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে ।

জেলা প্রশাসকের সম্মেলন কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে উপকরণ হিসাবে ২ টি হুউল চেয়ার , ৫টি শ্রবণ যন্ত্র, ৬ টি এ্যালবো ক্র্যাচ, ১টি অক্সজুলারী ক্র্যাচ এবং ১টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক শেখ খলির আল রশীদ,প্রতিবন্ধি সেবা ও সহায্য কেন্দ্র, নড়াইলের কর্মকর্তা মোঃ ওবায়দুল্লা , সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রতিব/ন্ধী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।