নড়াইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনসার ও ভিডিপি’র সাইক্লিং শোভাযাত্রা

2
2
নড়াইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনসার ও ভিডিপি’র সাইক্লিং শোভাযাত্রা
নড়াইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনসার ও ভিডিপি’র সাইক্লিং শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অংশগ্রহনে “সাইক্লিং শোভাযাত্রা” রবিবার দুপুরে গোপালগঞ্জের উদ্দেশ্যে নড়াইল শহর অতিক্রম করে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সাইক্লিং শোভাযাত্রা নড়াইলে পৌঁছালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস এবং সদর উপজেলা কমান্ড্যান্ট আব্দুর রউফসহ পদস্থ কর্মকর্তবৃন্দ তাঁদের স্বাগত জানান। পরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মেলন কক্ষে সাইক্লিং শোভাযাত্রায় অংশগ্রহনকারিদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের কমান্ডার মোল্লা আমজাদ হোসেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস এবং সদও উপজেলা অফিসার আব্দুর রউফ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সাইক্লিং শোভাযাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারি পরিচালক রায়হান ফকিরের নেতৃত্বে ৬০ জন সদস্য অংশগ্রহন করছেন। এরমধ্যে পুরুষ ৪৯ জন ও ১১ জন মহিলা সদস্য রয়েছেন। গত ১ ডিসেম্বর পঞ্চগড় থেকে শুরু হওয়া এ সাইক্লিং শোভাযাত্রাটি নড়াইল ঘুরে গোপালগঞ্জ হয়ে ১২ ডিসেম্বর কক্সবাজারে গিয়ে শেষ হবে।