স্টাফ রিপোর্টার
বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নড়াইলে জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের আয়োজনে জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন এবং সদর উপজেলার নির্বাচিত পাঁচজন জয়িতাকে সংবর্ধনা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান।
জেলা পর্যায়ে সংবর্ধিত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সদরের পৌর এলাকার কুড়িগ্রামের বিথি বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী লোহাগড়া উপজেলার নলদী গ্রামের ডাঃ নিপা রানী সাহা, সফল জননী নারী লোহাগড়া উপজেলার চরমঙ্গলঘাটার কুন্দশীর আলেয়া বেগম, নির্যা/তনের বি/ভীষিকা মু/ছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় সদর উপজেলা কমলাপুরের আনিরা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লোহাগড়ার উপজেলার গোপীনাথপুরের কামনা আক্তার ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে কোর্ট ইনেস্পেক্টর অভিজিত কুমার দে, লোহাগড়া উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন,জাতীয় মহিলা সংস্থা, নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নির্বাচিত জয়িতারা, মহিলা সংগঠনের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।