স্টাফ রিপোর্টার
আমরা আলোর পথযাত্রী এই স্লোগান নিয়ে নড়াইলে শিশুদের নিয়ে গঠিত অন্যতম নাট্যদল শিশু কানন নাট্যদলের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (০৭ জানুয়ারী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, গ/ণক/বরে শ্রদ্ধাঞ্জলি, কেক কা/টা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় নড়াইল সুলতান মঞ্চ থেকে একটি র্যালি বের হয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডে অবস্থিত গণকবরে গিয়ে শেষ হয়, সেখানে গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সংগঠনের কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসলাম খান লুলু, নাজমুল হাসান লিজা, শেখ জাদী নঈমা জব্বারী বনানী, চিত্রা থিয়েটারের সাধারন সম্পাদক ঈমান আলী মিলন, সংগীত শিল্পী প্রতুল হাজরাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নড়াইলের এই শিশুনাট্য দলটি নড়াইলের বিভিন্ন স্থানসহ ঢাকার শিল্পকলা একাডেমী মঞ্চে নাটক মঞ্চায়ন করে বেশ সুনাম অর্জন করেছে। বর্তমানে দলটিতে প্রায় ৫০ জন শিশুশিল্পী নিয়মিত নাট্যচর্চা করছে এবং ১০ টি নাটকের ৪০টি সফল মঞ্চায়ন করেছে।