স্টাফ রিপোর্টার
নড়াইলে জেলা ক্রীড়া সংস্থার দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় ৪৫টি ইভেন্টে জেলার ২ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করছে। শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার এ্যাথলেটিক্স কমিটির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার এ্যাথেলেটিক্স কমিটির সাধারন সম্পাদক কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সংস্থার সহ-সভাপতি মোঃ আইয়ুব খান বুলু সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, প্রতিযোগী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার তিনটি উপজেলা থেকে ৪৫টি ইভেন্টে জেলার ২শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে।