স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রায় এক হাজার ভোটারের ভালোবাসায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেম্বার হলেন হামিমুর রহমান খোকন (৫০)। তিনি দিঘলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (সারোল) মেম্বার। এর আগে আরো দুইবার প্রতিদ্বন্দ্বীতা করে মেম্বার নির্বাচিত হন।
ইউপি মেম্বার হামিমুর রহমান খোকন বলেন, আমাদের ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৭৭। প্রথম দিকে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা ঘোষণা দিলেও পরে তা প্রত্যাহার করে নেন। সেই প্রার্থীসহ ভোটার ও এলাকাবাসীর ভালোবাসায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেম্বার হয়েছি। এর আগে প্রতিদ্বন্দ্বীতা করে দুইবার মেম্বার হই। ওয়ার্ডবাসীকে যথাযথ সেবা দিতে চাই। আমার ওয়ার্ডে ধারাবাহিক উন্নয়ন করে যেতে চাই। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি আমার মাছের ঘের রয়েছে। পরিবার-পরিজন নিয়ে সারোল এলাকায় সুখ-শান্তিতে বসবাস করছি। সেবার মানসিকতা নিয়ে যেন আজীবন পথ চলতে পারি, সবার কাছে সেই দোয়া কামনা করি। গত ২৬ ডিসেম্বর দিঘলিয়াসহ লোহাগড়া উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।