গৌরীপুরে অহরহ চু/রির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের উদ্বেগ

1
5
গৌরীপুরে অহরহ চুরির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের উদ্বেগ
গৌরীপুরে অহরহ চুরির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের উদ্বেগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন এলাকায় চু/রির ঘটনায় বেড়ে যাওয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অধিকাংশ সদস্যগণ উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার (১০ জানুয়ারী) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জানুয়ারী মাসের মাসিক সভায় এ বিষয়ে তাঁরা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা বলেন, মটর সাইকেল চু/রির ঘটনায় সিসি ফুটেজসহ থানায় অভিযোগ করা হলেও চো/র শনাক্তকরনে পুলিশের কোন উদ্যোগ নেই। এছাড়া বিভিন্ন এলাকায় ষাঁড়ের লড়াই, জু/য়াসহ বিভিন্ন অপরাধের বিষয়ে পুলিশকে অবগত করা হলেও তাৎক্ষণিক কোন ব্যবস্থা গ্রহন করা হয়না।

গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার বলেন, গৌরীপুর প্রেসক্লাব কেন্টিনে কফি তৈরীর মেশিন চু/রির ঘটনায় সিসি ফুটেজসহ অভিযোগ করা হলেও চোর শনাক্তকরনে পুলিশের ভূমিকা পরিলক্ষিত হচ্ছেনা। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন গৌরীপুরে ছা/ত্রী নি/র্যাত/নের ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না হওয়ায় ক্ষু/ব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ নির্বাচনী পরবর্তী সহিংসতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে পুলিশের জোরালো হস্তক্ষেপ কামনা করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ ২নং গৌরীপুর ইউনিয়নের ভিজিডির চাল আ/ত্মসাতের ঘটনায় মামলা দায়ের করবেন মর্মে অবগত করেন।

সভায় বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ রুকন উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান প্রমুখ। সভায় মা/দক নির্মূল ও পৌর শহরে যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়েছে।