নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২জানুয়ারী) বিকাল টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামে সমাবেশে জেলা তথ্য অফিসার মো ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, বিশেষ অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা করোনা ভাইরাস সংক্রমণের নতুন ধরণ ওমিক্রন বিষয়ে সরকার আরোপিত নতুন নির্দেশনার তুলে ধরেন এবং সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয় ৷ বিশেষ করে ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য অভিভাবকদের সচেতন করা হয়।
এছাড়া নির্যাতিত জনগণের বিনামূল্যে সরকারিভাবে আইনগত সহায়তা, বা/ল্যবিবাহ, শিক্ষা, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মা/দকের কু/ফল নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমাবেশে উপস্থিতিদের নিয়মিত মাস্ক পরিধান, সাবান দিয়ে হাত ধোয়া, কৃমির ওষু/ধ সময়মত সেবন বিষয়ে পরামর্শ দেন।