নড়াইল প্রতিনিধি
করোনা প্রতিরোধে লোহাগড়ায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১৮ হাজার শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেওয়া হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে লাহুড়িয়া এইচএকে মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। লাহুড়িয়া এইচএকে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সায়্যেদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ প্রতিরোধ সংক্রমণ সমন্বয়ক ডাক্তার রিপন ঘোষ, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কর্মসূচির সমন্নয়কারী (ইপিআই) প্রশান্ত ঘোষ প্রমুখ। লোহাগড়া উপজেলার ৬টি কলেজ, ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি মাদ্রাসায় ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে।